লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর গত ৪ দিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। উপজেলার অধিকাংশ এলাকা এখনো বিদ্যুৎহীন। ফলে উপজেলার ১০টি ইউনিয়নের হাজার হাজার মানুষ নানা দুর্ভোগে দিন কাটাচ্ছে। রয়েছে তীব্র পানির সংকট। পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ বলছেন, পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে আরো দু’একদিন সময় লাগবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবারে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বিদ্যুতের ২০টি খুঁটি ও কয়েকটি ট্রান্সফর্মার বিকল হয়ে গেলে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় যা এখনো স্বাভাবিক হয় নি। গত ৪ দিন ধরে ১০টি ইউনিয়নে বিদ্যুৎ না থাকায় মানুষের ফ্রিজে রাখা জিনিসপত্র নষ্ট হচ্ছে। মোবাইল ফোনগুলোতে চার্জ দিতে না পারার কারণে গুরুত্বপূর্ণ খবরাখবরও নেওয়া যাচ্ছে না।
রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম সুদাশ চন্দ্র রক্ষিত বলেন, ঘূর্ণিঝড়ে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। কয়েকটি ট্রান্সফর্মার বিকল হয়ে গেছে। গাছপালা পড়ে তার ছিঁড়ে গেছে। অতিরিক্ত লোকজন নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ চালু করতে আরো দু’একদিন সময় লাগতে পারে।
বিডি প্রতিদিন/১ অক্টোবর ২০১৭/হিমেল