বগুড়ার চারমাথায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছে।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আছলাম আলী জানান, রাত সাড়ে ১০ টার দিকে চারমাথায় এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামের রাহুল। ধারণা করা হচ্ছে অপর দুই ব্যক্তিও ওই এলাকার হতে পারে।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির টিএসআই আশুতোষ মিত্র জানান, নিহত যুবকদের লাশ উদ্ধার করে পুলিশ শজিমেক হাসপাতালে নিয়ে এসেছে।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৭/ফারজানা