টাঙ্গাইলে আটক শিশু পাচারকারী রানা ভদ্র ও তার মা স্বপ্না ভদ্রসহ নেপথ্যের গড ফাদারদের শাস্তি এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন বৃহত্তর আকুর টাকুর পাড়া ও সচেতন নাগরিকবৃন্দ।
বুধবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, টাঙ্গাইল চেম্বার অব কর্মাসের পরিচালক আসাদুজ্জামান মনি আরজু, এলাকাবাসীর পক্ষে মেজর (অব.) রেজাউল করিম, রানা সিদ্দিকী ও পৌর কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে শিশু পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের বরাবরা একটি স্মারকলিপি দেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে টাঙ্গাইল শহরের তালতলা এলাকার একটি তিনতলা ভবন থেকে শিশু পাচারকারী রানা ভদ্র ও তার মা স্বপ্না ভদ্রকে গ্রেফতার করা হয়। এসময় ৫ শিশুকে উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত শিশুরা হলো শ্যামা (১২), সঙ্গীতা (১১), কাজল (১০), কৃশান (৪) এবং অনল (৪)।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৭/ফারজানা