চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দূর্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার দেয়া তথ্যে একটি ওয়ানশূটারগান, একটি বন্দুকের তাজা গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। সে দূর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ ১২ মামলা রয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, বুধবার ভোররাতে সন্ত্রাসী সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ ১২ মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ