বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি ও তার অঙ্গ সংঠনের নেতাকর্মীরা।
বুধবার সকাল ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় শত শত নেতাকর্মী ও সমর্থকরা। এসময় পুলিশ এসে তাদের চারপাশে ঘিরে ফেলে। মিছিল করতে না পেরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের বেষ্টনির মধ্যে প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির নেতা সাইফুল পনির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মানুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবু সাহাদাৎ মোহাম্মদ সায়েম প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৭/ফারজানা