বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 'হয়রানিমূলক', 'মিথ্যা' মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত মিছিল-সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে বিশাল এক মিছিল বের করা হয়। দলীয় অফিসের সামনেই পুলিশ মিছিলে বাধা দেয়। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়।
পরে পুলিশের ব্যারিকেডের মধ্যে দলীয় অফিসের সামনে সমাবেশ করে জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টুকু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৭/ফারজানা