মাগুরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান- আজ মাগুরা সদরের জয়ন্দিয়া গ্রামে যৌতুকের দাবিতে রত্না দাস (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী তপন দাস ও তার মা। তাদের মারপিটের এক পর্যায়ে রত্নার মৃত্যু হলে তার মুখের মধ্যে গুল ঢুকিয়ে দিয়ে এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করছিল বলে অভিযোগ করেন মৃত রত্নার বাবা রতন দাস। রত্নার স্বামী ও শ্বাশুড়ি পালাতক রয়েছে।
এদিকে শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামে আলী মিয়া নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে ওই গ্রামের সায়েদ মোল্যার ছেলে। বৈদ্যুত চালিত ম্যাশিন দিয়ে ধান মাড়াই করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানা গেছে। উভয় ঘটনায় নিজ নিজ থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার