বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিলও সমাবেশ করে বিএনপি।
এদিকে বিক্ষোভ মিছিলটি মুক্তারপুর বিএনপি কার্যলয়ের সামনে থেকে বের করে ব্রিজের সামনে আসলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। পরে মুক্তারপুর স্ট্যানের সামনে সমাবেশ করে বিএনপি। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আ. হাই, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন, শহর বিএনপির সভাপতি সভাপতি ইরাদত মানু, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খাঁন মুকুল, সাধারণ সম্পাদক সস্ম্রাট ইকবাল, জেলা জাতিয়তাবাদি আইনজীবি ফোরামের সভাপতি এড. তোতা মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম জসিম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক মুশফিকুর রহমান লেলিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রদলের সভাপতি মো. মাহসিনসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার