প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
বৃহস্পতিবার পাবনার আটঘরিয়া ডিগ্রি কলেজের চতুর্থ তলা ভবন নির্মাণের জায়গা নির্ধারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শামসুর রহমান শরীফ বলেন, কোনো ব্যক্তিগত পোস্টার বা প্রচারে ব্যস্ত না থেকে দেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রীজ, কালভার্টসহ দেশের সমগ্র উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্রই হলো প্রতিটি মানুষের উন্নয়ন।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, পৌর মেয়র শহীদুল ইসলাম রতন, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. গফুর মিয়া, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল প্রমুখ।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৭/এনায়েত করিম