প্রাথমিক শিক্ষকরা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর মিয়া মানববন্ধন কর্মসূচীতে ৭ দফা পাঠ করে শোনান।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সবুর মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর সদর উপজেলা শাখার সভাপতি মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, সহ-সভাপতি আব্দুর রহমান বাচ্চু, বাংলাদেশ শিক্ষক সমিতি কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন ফকির, ওবায়দুর রহমান হাওলাদার, অসীম মন্ডল, শামীমা, আসমা বেগমসহ জেলা বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন