“আশাতীত শিল্প কারখানার উত্থান হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে। ভালুকা শিল্পায়নের জন্য উপযুক্ত এবং ভালো অঞ্চল। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে এ দেশ মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে।”
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাঁশর চৌরাস্তায় বৃহস্পতিবার দুপুরে এডামস্ স্টাইলস লি: এর গ্রীন ফ্যাক্টরির উদ্ভোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহাম্মেদ এমপি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঁশর গ্রামে এ কারখানার ভিত্তি প্রস্তর স্থাপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ডাঃ এম আমানউল্লাহ ও ভালুকা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্ধিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, কোম্পানির চেয়ারম্যান হামিদুল হক, এমডি শহিদুল হক মুকুল, রুপা গ্রুপের এমডি ও সাবেক বিজিএমই এর ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন