শেরপুরে নিজ বাড়ি থেকে শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির চৌধুরীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নকলা পৌর শহরের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনির চৌধুরী প্রয়াত বিএনপি নেতা সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই।
নকলা থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে মনির চৌধুরী লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
ওসি আবদুল হালিম আরও বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর