দুই দিন ধরে প্রবল বৃষ্টি এবং মহাসড়কে যানবাহনের চাপ বেশি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। টাঙ্গাইল অভিমুখী বিভিন্ন মহাসড়কে ৬০ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
শুক্রবার মহাসড়কের মির্জাপুর বাইপাস, দেওহাটা ও গোড়াই এলাকা যানজটে স্থবির হয়ে পড়েছে। এ ব্যাপারে মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ জানিয়েছেন, গত দুই দিন ধরে প্রবল বৃষ্টি থাকায় এবং মহাসড়কে যানবাহনের চাপ বেশি হওয়ায় গত বৃহস্পবিার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়।
অন্যদিকে গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, চন্দ্রা এলাকায় অভার ব্রিজ নির্মাণের ফলে দুই দিক থেকে আসা ও যাওয়ার পথে যানবাহন ঠিকমত পারাপার হতে পারছে না। প্রচুর বৃষ্টি অপর দিকে তীব্র যানজটের কারণে যাত্রীদের চরম দুর্যোগের শিকার হতে হচ্ছে বলে হাইওয়ে পুলিশ স্বীকার করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান বলেন, যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ