খাগড়াছড়িতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জনসংহতি সমিতি সংস্কারপন্থীর কর্মী সমুয়েল চাকমা (৪৫) নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রীষ্টানপাড়া এলাকার বাড়ি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। শনিবার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাপ্রু মার্মা জানান, গতরাতে খ্রীষ্টানপাড়ার মৃত শরত কুমার চাকমার ছেলে বাড়ির পাশের বিল থেকে ব্যাঙ ধরার সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কুপে সমুয়েল চাকমা খুন হয়। রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সমুয়েল চাকমার লাশ বাড়িতে নিয়ে যায়। থানায় জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, নিহত সমুয়েলে চাকমা জেএসএস সংস্কারপন্থীর কর্মী। গতরাতে দুর্বৃত্তরা কুপিয়ে তাকে হত্যা করে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘটনে তদন্ত চালাচ্ছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাজে লাশ হস্তান্তর করা হয়েছে।
জেএসএস সংস্কারপন্থীর মুখপাত্র সুধাকর ত্রিপুরা সমুয়েল চাকমাকে নিজেদের কর্মী দাবি করে হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন/ ওয়াসিফ