নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার মাদক সম্রাট খ্যাত মো. ইয়াছিনকে (২৮) ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাজিপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াছিনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন