ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী দ্রুতগামী যাত্রীবাহী লঞ্চ গ্রীনলাইন-২ চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রমকালে দুর্ঘটনার কবলে পড়েছে। অল্পের জন্য বেঁচে গেছে প্রায় ৫ শতাধিক যাত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত লঞ্চটি চাঁদপুর রকেট ঘাটে অবস্থান করছে। যাত্রীরা কেউ বাইরে এবং ভেতরে রয়েছে। তবে এই ঘটনা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডের পশ্চিমে পদ্মা-মেঘনা ডাকাতিয়া ত্রীনদী মোহনার অংশে এ ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী জানান, প্রচণ্ড বাতাসে বিকট শব্দে প্রথমে লঞ্চের সামনের অংশের গ্লাস ফেটে চৌচির হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই লক ভেঙে প্রধান গেটটি খুলে যায়। এরপর গেটটি আর বন্ধ করা সম্ভব হয়নি এবং প্রচণ্ড ঢেউয়ে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। এ পরিস্থিতি যাত্রীরা চিৎকার দিতে থাকে। পরে অনেকটা জোরপূর্বকভাবে লঞ্চ কর্তৃপক্ষকে বাধ্য করে চাঁদপুর ঘাটে ভিড়ানো হয়।
এ ব্যাপারে মুঠোফোনে লঞ্চ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক মনে হলে গ্রীনলাইন-২ পুনরায় বরিশালের উদ্দেশ্যে রওনা হবে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মর্কতা মোস্তাফিজুর রহমান জানান, গ্রিনলাইন -২ চাঁদপুর ঘাটে আছে। তবে তারা ত্রুটি দূর করতে পারলে আজকেই বরিশালের উদ্দেশ্যে চলে যাবে।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/আরাফাত