রাঙামাটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
রবিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসন ও পৌর সভা যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচী উদ্বোধন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান।
পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধনকালে রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান বলেন, শীতের আমেজে দেশের বিভিন্ন স্থান থেকে রাঙামাটিতে হাজার হাজার পর্যটক আসছে। রাঙামাটিতে এমনিতে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। তবে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সামনে ও বিভিন্ন পর্যটন স্পটগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা গেলে পর্যটকরা স্বাচ্ছন্দে আনন্দ উপভোগ করতে পারবে। প্রতিটি এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নিজ দায়িত্ব। কারণ পরিচ্ছন্নতা পছন্দ করেনা এমন কোন মানুষ নেই। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে রাঙামাটিকে আকর্ষণী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
এসময় রাঙামাটি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পৌরসভা কর্মী, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এক যোগে শহরের বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করে। বাজার এলাকায়ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে কাজ করার জন্য আহবান জানান।
এসময় রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমনি আক্তার, মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান