সাভারে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারিপাড়া এলাকায় আটি সুইং থ্রেড সুতা কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে হঠাৎ ওই সুতার কারখানার একটি গোডাউনে ধোঁয়া দেখা দেয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়লে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আটি সুইং থ্রেড কারখানার চেয়ারম্যান আরমান মিয়া উজ্জ্বল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগুনে কারখানার প্রায় ৩০ লাখ টাকার সুতা ও মেশিনসহ ও গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম