বর বাংলাদেশে। তাই প্রথম বিবাহবার্ষিকী পালন করতে বাংলাদেশেই ছুটে এলেন মার্কিন তরুণী এলিজাবেথ। কেক কেটে ধুমধাম করেই দিনটি উদযাপন করেছেন। বেনারসী পরে সরিষা ক্ষেতের পাশে বরকে নিয়ে ছবি তুলেছেন।
এলিজাবেথের স্বামী মিঠুন বিশ্বাসের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামে। গত বছর ৯ জানুয়ারি খুলনার শালম এজি চার্চে মিঠুনের সঙ্গে এলিজাবেথের বিয়ের হয়।
২০১৫ সালের মে মাসে ফেসবুকে দু'জনের পরিচয় হয়। সেখান থেকেই গড়ে উঠে সম্পর্ক। গত বছরের ২ জানুয়ারি বাংলাদেশে আসেন এলিজাবেথ। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
বাঙালি রীতি মেনেই বিয়ে করেছেন এলিজাবেথ। মিঠুনের সঙ্গে তার বিয়ে পড়ান চার্চের রেভারেল্ড লিতু মুন্সি।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা