হবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোরে উপজেলার শ্রীধরপুর এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, ভোরে মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুর রউফসহ বিজিবি সদস্যরা শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/হিমেল