জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ আয়োজন করা হয়।
এতে শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত চারটি বিভাগে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। শিশুরা রঙ আর তুলি দিয়ে বঙ্গবন্ধুকে নানা আঙ্গিকে ফুটিয়ে তুলে। প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগ থেকে তিনজন করে মোট ১২ জনকে পুরষ্কার প্রদান করা হয়। তাছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে বিশেষ পুরষ্কার দেওয়া হয়।
চিত্রশিল্পী এম.এ. কাইয়ুমসহ চারজন শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, সহ সভাপতি আবু খালেদ পাঠান, মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/হিমেল