গ্রাম পুলিশদের জন্য চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় বেতন স্কেল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কর্মরত গ্রাম পুলিশরা। বুধবার দুপুর ১২টা থেকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, সরকারের কর্মচারী হওয়া সত্বেও গ্রাম পুলিশদের জন্য কোনো বেতন স্কেল নেই। মাসিক থোক হিসেবে পাওয়া মাত্র ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকা ভাতা ছাড়া তাদের কোনো সুযোগ সুবিধা নেই। ফলে গ্রাম পুলিশরা অবহেলিত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। মানবিক বিষয়টি বিবেচনা করে অবিলম্বে তাদের জন্য চতুর্থ শ্রেণীর কর্মচারীর মতো বেতন স্কেল ঘোষণার দাবি জানান তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি শরফ আলী ও সম্পাদক শাহার আলী।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন তারা।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম