ময়মনসিংহের ফুলপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। এ মেলার সফল বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ফুলপুর ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, উন্নয়ন মেলায় সরকারি ডিপার্টমেন্ট, ব্যাংক, বীমা ও এনজিওসহ প্রায় ৪৫টি স্টল বসবে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে উন্নয়নমেলার উদ্বোধন ঘোষণা করবেন।
তিনদিনব্যাপী ওই মেলায় বিতর্ক প্রতিযোগিতা, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবামূলক কাজের যথাযথ মূল্যায়নপূর্বক পুরস্কার প্রদান করা হবে। প্রতিদিন রাতে চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে শেষ দিন রাতে থাকবে কুদ্দুস বয়াতীর লোকসঙ্গীত।
স্থানীয় এমপি শরীফ আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলায় সুন্দরভাবে সজ্জিত স্টল, উপস্থাপনা, সেবা প্রদান ও হাল নাগাদ তথ্য প্রদানের উপর ভিত্তি করে সেরাদের পুরস্কৃত করা হবে।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম