বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বহু কাজ করছে। বিগত দিনে অন্যান্য সরকার ক্ষমতায় থাকলেও তারা আওয়ামী লীগের মত উন্নয়ন করতে পারেনি।
বুধবার দুপুরে ভোলার সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ২১ হাজার কম্বল বিতরণ অনুষ্ঠানে টেলি-কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন তিনি।
মন্ত্রীর নিজ উদ্যোগে বুধবার চরসামাইয়া ইউনিয়ন পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ শুরু হয়। পরে ভেলুমিয়া, ভেদুরিয়া, আলীনগর ও ধনীয়া ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবছরই আমরা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র দিয়ে থাকি। ঈদের সময় অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করি। বিনিময়ে শুধু মানুষের ভালোবাসা ও দোয়া চাই’।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মাতব্বর প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম