নানা বাধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষের উন্নয়নে রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
তিনি বলেন, একটি স্বার্থান্নেষী মহল পাহাড়ের মানুষের উন্নয়ন চায় না বলে রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তাই অনেক প্রতিবন্ধকতা সৃষ্টিও করেছিল। সব সহিংসতা ও প্রতিকূলতার মধ্যে ২০১৫ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন রাঙামাটি মেডিকেল কলেজ।
বুধবার দুপুরে রাঙামাটি মেডিক্যাল কলেজের ২০১৭-১৮ সালের শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও মেডিকেল কলেজের প্রতিষ্ঠার বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এ পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসব কথা বলেন।
রাঙামাটি মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ টিপু সুলতানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. পাভেল আকরাম, ডিজিএফআই এর রাঙামাটি অধিনায়ক কর্ণেল মোঃ শামসুল আলম, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মানজারুল মান্নান, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রেদুওয়ানুল ইসলাম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপর্যায্য ড. প্রদানেন্দু চাকমা, মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, পৌর মেয়র আকবার হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান ডাঃ এ কে দেওয়ান।
বিডিপ্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৮/ ই জাহান