নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশাল জনসভা করেছে গুরুদাসপুর উপজেলা ও পৌর আ.লীগ।
বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ওই জনসভায় সাধারণ মানুষের ঢল নামে। মুহুর্মুহু শ্লোগানের মাধ্যমে দিবসটি উদযাপন করেন তৃণমূল আ.লীগের কর্মী-সমর্থকরা।
গুরুদাসপুর উপজেলা ও পৌর আ.লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল বারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য পদপ্রার্থী শাহ নেওয়াজ আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সাজেদুর রহমান খাঁন, স্বাধীনতা সরকারি চাকরিজীবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আব্দুল মান্নান ও মহাসচিব মো. এমদাদুল হোসেন, নাটোর জেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী ও বাড়ইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান ইয়াহি খান চৌধুরী ও গুরুদাসপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ এবং উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাহিদা আক্তার প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৮/ ই জাহান