নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বারগাঁও ইউনিয়ন থেকে কামাল ওরপে বিহারী (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আটককৃত কামাল একই এলাকার বারগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল খায়ের'র ছেলে।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ২শ পিস ইয়াবা ও বিক্রিত ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার