ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে অবস্থিত আরএম জুট মিলের গোডাউনে আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে গোডাউনে থাকা প্রায় চার হাজার মন পাট। আগুনের খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মিল কতৃপক্ষ জানায়, আজ ভোর সাড়ে চারটার দিকে মিলের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাটের গোডাউনে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মিল কতৃপক্ষ। মিল কতৃপক্ষ আরো জানান, আগুনে গোডাউনে থাকা চার হাজার মন পাট একেবারেই পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা। মিলের পাটের গোডাউনটি পুড়ে যাওয়ায় চার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলে জানান আরএম জুট মিল কতৃপক্ষ।
ফরিদপুর ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর চার ঘন্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাটের গোডাউনটি সম্পূর্ণ পুড়ে গেলেও ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতি এবং আগুনের সূত্রপাতের বিষয়টি খতিয়ে দেখবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার