সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে নেত্রকোনা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলমের নেতৃত্বে র্যালিটি শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে সাড়ে ১২ টায় বেলুন উড়িয়ে নেত্রকোনা উন্নয়ন মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী আরিফ খান জয়। মেলার প্রথম দিন থেকেই বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠনের মোট ৮৪ টি স্টল অংশ নেয়। এদিকে পৌর এলাকার বিভিন্ন সড়কের বেহাল দশার কারণে মেলায় আসা দর্শানর্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মেলায় আসা মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, ভাঙ্গা সড়কের পাশে উন্নয়ন মেলা কতটুকু দৃষ্টিনন্দন হবে সেটা নিয়েই সাধারনের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এমনিতেই শীতে জনজীবন বির্পযস্থ তার উপর ভাঙ্গাচোরা সড়কের ময়লা আবর্জনা ও বাতাসের সাথে এসকল আবর্জনার উড়ন্ত ধুলোবালিতে শিশুসহ বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। এসকল সমস্যার নিরসন করে তারপর উন্নয়ন মেলার আয়োজন করলে সুন্দর হত।
বিডি প্রতিদিন/এ মজুমদার