সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রাহেল আহমদ (২৭) নামে এক অটোটেম্পু চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেল আহমদ (২৭) মৌলভীবাজার জেলার কুলাউড়রা উপজেলার এলাইছ মিয়ার ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই অমৃত কুমার জানান, একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে অটোটেম্পুটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অটোটেম্পু চালক রাহেল আহমদ ঘটনাস্থলেই মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পর প্রাইভেট কার চালক পালিয়ে গেছে বলে জানান এসআই অমৃত।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম