দিনাজপুরের চুনিয়া পাড়ায় তুলা উৎপাদন কারখানাসহ তিনটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে দিনাজপুর সদরের শশরা ইউপির চুনিয়াপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়রা জানায়।
স্থানীয়রা জানায়, দিনাজপুর সদরের চুনিয়াপাড়া নামক স্থানে সকাল ৯টায় আগুন লেগে পুড়ে যায় জনৈক ফাইজুল ইসলাম এর তুলা উৎপাদনের কারখানাসহ তিনটি বাড়ি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দল আগুন নেভাতে যাওয়ার আগেই পুড়ে ছাই হয় কারখানার সবকিছু। সেই সময় কারখানার পাশের থাকা তিনটি বাড়ির নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। ওই এলাকায় শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ ছিলনা। বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে সর্ট সার্কিট হয়ে তুলায় আগুন লাগতে পারে। আর অল্প সময়ে আগুন ছড়িয়ে পড়ে। শুক্রবার কারখানা বন্ধ থাকার কারণে মানুষের কোন ক্ষতি হয়নি বলে জানান স্থানীয়রা।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/হিমেল