বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় নিন্দা জানিয়েছে কুমিল্লা রাইজিং জার্নালিস্ট ফোরাম।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ নিন্দা জানায়।
এতে জানানো হয়, দেশের শীর্ষ স্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
নিন্দা জানান ফোরামের সভাপতি মাহফুজ নান্টু, সহ-সভাপতি এমদাদুল হক সোহাগ, সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, সাংগঠনিক সম্পাদক এম.বিল্লাল হোসাইন, অর্থ সম্পাদক আর.কে নিরব, দপ্তর সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সাংস্কৃতিক সম্পাদক অমিত মজুমদার, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান সোহেল, প্রকাশনা সম্পাদক মাসুদ আলম, নির্বাহী সদস্য মহসিন কবির, মাহাদী হাসান ও আবু রায়হান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন