টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারী কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে ৩ দিনের পূর্ণ দিবস কর্ম বিরতি কর্মসূচি পালন করছেন। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত পৌর সভার সকল কার্যক্রম বন্ধ রেখে তারা এ কর্মসূচি পালন করছেন।
ধনবাড়ী পৌরসভা চত্বরে আজ এ কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন, পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের ঢাকা বিভাগের সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, ধনবাড়ী পৌর সার্ভিস এসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক রিজভী জামান স্বপন, বিশ্বনাথ ভদ্র, আক্তারুজ্জামান, বিদ্যুৎ প্রমুখ। এদিকে ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পৌর কর্মকর্তা-কর্মচারীদের দাবির সাথে একমত পোষণ করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার