দিনাজপুর শহর থেকে নিখোঁজের ৭ দিন পর একই পরিবারের অপহৃতা কাকলী (১২) ও আমিনা (৪) নামের দুই শিশুকে ফুলবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চুনিয়াপাড়া দিনমজুর সাহাবুল ইসলাম ডোগা’র বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুরা হল, দিনাজপুর সদর উপজেলার পৌর শহরের কসবা ফকিরপাড়া মহল্লার কামরুল হাসানের দুই মেয়ে। গত ২২ জানুয়ারি তারা নিখোঁজ হয়।
থানায় আটক শাহেরা বেগমের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, তার বোন ফুলবাড়ী শহরের পশ্চিম গৌরীপাড়ার (গড় ইসলামপুর) বাসিন্দা স্বামী পরিত্যক্তা ইতি আরা গত ২৬ জানুয়ারি ওই দুইজনকে তার বাড়িতে দিয়ে যায়। ওইদিন থেকে তারা এখানে অবস্থান করছিল।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, দিনাজপুরের অপহৃতা দুইজন শিশুর সন্ধান পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। পরে কোতয়ালী থানা পুলিশসহ ওই দুই শিশুর অভিভাবক ঘটনাস্থলে আসলে শিশু দুইটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক দিনমজুর সাহাবুল ইসলাম ডোগা’র স্ত্রী শাহেরা বেগমকে কোতয়ালী পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
কোতয়ালী থানার ওসি রেদোয়ানুর রহিম এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিঙ্গাসাবাদের জন্য শাহেরা বেগম ও ইতি আরা নামে দুই জনকে থানায় আনা হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুর শহরের কসবা ফকিরপাড়া এলাকার কামরুল ইসলামের দুই শিশু কন্যা কাকলী (১২) ও আমিনা (৪)। অপহৃতা কাকলী ও আমিনার চাচা মো. জুয়েল ইসলাম বলেন, গত ২২ জানুয়ারি সদর উপজেলার আউলিয়াপুরে নানীর বাড়িতে লাউ দিয়ে বাড়ি ফেরার পথে দুপুর ১২টায় পুলহাটস্থ মাছের সারের গুদাম এলাকা থেকে তারা অপহৃত হয়। এই ঘটনায় ওই দিনই পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় জিডি এবং পরবর্তীতে ২৪ জানুয়ারি ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার