ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের দায়ে চার জোড়া যুগলকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শহরের গোয়ালচামট মহল্লাস্থ শেখ রাসেল পৌর শিশুপর্কের পাশে অবস্থিত গার্ডেন সিটি নামের আবাসিক হোটেলে আদালত এ অভিযান চালায়।
অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. মতিউর রহমান খান ও ফরিদপুর সদরের সহকারি কমিশনার (ভূমি) মো. পারভেজ মল্লিক।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. মতিউর রহমান খান জানান, গোপন খবরের ভিত্তিতে ওই আবাসিক হোটেলে অভিযান করে অনৈতিক কাজের দায়ে তাদেরকে আটক করা হয়। পরে ১৮৬০ সালের ২৯৪(ক) দন্ডবিধিতে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগরে পাঠিয়ে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার