আমাদের অঙ্গীকার মাদক মুক্ত পরিবার' স্লোগানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী র্যালি, সমাবেশ ও আলোচনা সভা। আজ ঝালকাঠি ডিসি অফিস চত্বরে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুলের শিক্ষার্থীরা সাইকেল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে। ঝালকাঠি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মাসব্যাপী মাদক বিরোধী প্রচারাভিযান উপলক্ষে এ আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার