বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বিকালে দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টায় পথচারীসহ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ধুনট শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়ার ধুনট থানা পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের নেতৃত্বে বিকেল ৪টায় শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের হয়। এসময় বিপরীত দিক থেকে একই স্থানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পাল্টা মিছিলে নিয়ে মুখোমুখি হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। একসময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। ধাওয়া পাল্টার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মিছিল দু’টিকে থামিয়ে দেয়।
ধাওয়া পাল্টা চলাকালে ফুটপাত ব্যবসায়ী মিলন মিয়া (২২), পথচারী সজল মাহমুদ (২৯), যুবলীগ নেতা পলাশ মাহমুদ, আতিকুল ইসলাম শামীম সহ কয়েকজন আহত হয়।
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আনন্দ মিছিল করে। মিছিল শেষ হলে কে বা কারা মিছিলে হামলা করার চেষ্টা করলে তাদের প্রতিরোধ করা হয়।
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, গত রবিবার সকালে ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে একদল যুবক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক হাসান খসরু খাঁন নুপুরকে মারধর করে। এ ঘটনার প্রেক্ষিতে এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ একটি প্রতিবাদ মিছিল বের করে। ওই মিছিলে একদল যুবক হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, একই সময়ে দুটি পৃথক মিছিল বের করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার আশংকা দেখা দেয়। এসময় পুলিশ দু’গ্রুপকে শান্ত করে। পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার