স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া আইন আদালতকে ভয় করেন। নির্বাচনকে ভয় পান, আওয়ামী লীগ ও জনগণকে ভয় পান। এতো ভয় পেলে রাজনীতি করা যায় না। কেউ অন্যায় অপরাধ করলে আইনে জেল হবে, অপরাধ প্রমাণ না হলে মাফ পাবেন। এটাই আইনের বিধান। আজ বিকেলে কাজিপুর সোনামুখী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের নব-নির্মিত শহীদ মিনার উদ্বোধন শেষে আয়োজিত ছাত্র-জনতার এক সমাবেশে তিনি এ কথা বলেন।
কোন ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যাবে না মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, দেশের উন্নয়ন করবে আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতায় যাবার স্বপ্ন দেখবে। জনগণ তা মানবে না, মানতে পারেও না। কলেজের প্রতিষ্ঠাতা সিদ্দিক হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক হাসান, কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও কলেজ পরিচালনা কমিটির সদস্য রতন কুমার কর্মকার ও কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার