প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর ও আলীয়া মাঠের জনসভা সফল করার লক্ষ্যে মিছিল- সভা করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ। আজ বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল উপজেলা সদরের সড়ক ঘুরে বাসিয়া ব্রীজ এসে সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি পংকি খানের পথ সভার সভাপতিত্ব করেন। সিনিয়র যুগ্ম সম্পাদক আমীর আলী ও যুগ্ম সম্পাদক মকদ্দস আলীর যৌথ পরিচালনায় সভায় সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার