টাঙ্গাইলে ইউনিয়ন ও গ্রামে মাদকের বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উদ্যোগে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জানুয়ারী-২০১৮ মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচি উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, মাদকের বিরুদ্ধে এ আন্দোলন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তিনি মাদক বিরোধী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারের কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল ও সিভিল সার্জন ডা. মো. শরীফ হোসেন খান। বিশেষ বক্তব্য প্রদান করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আলী হায়দার রাসেল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী ও সাংবাদিক রতন আহম্মেদ সিদ্দিকী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গোলাম মোস্তফা।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম