বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ জেলা বিএনপি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহ-সভাপতি জিয়াউল হক শাহীন প্রমুখ।
এদিকে, একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির বিদ্রোহী পক্ষ। সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র বহিস্কৃত সহ-সভাপতি এ্যাডভোকেট আলী ইমাম তপন, হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, যুবদলের সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার