বগুড়ার সোনাতলা উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। কব্জি কাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত লাশটির পরনে ছিল গেঞ্জি ও জিন্সের প্যান্ট। পরে ময়না তদন্তের জন্য লাশটি থানা পুলিশ উদ্ধার করার পর মর্গে প্রেরণ করে। আজ সোনাতলার বালুয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের ব্রীজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানিয়েছেন, বস্তাবন্দি অবস্থায় লাশ পরে থাকার সংবাদ পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয় লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরিচয় উদ্ধারে পুলিশ সদস্যরা কাজ করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার