গাজীপুরের জেলার শ্রীপুরে রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে গতকাল সোমবার ১০তম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম মাহবুবকে সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মো. ওমর ফারুক (রতন প্রধান) কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহবুবুল আলম (দৈনিক বর্তমান), যুগ্ম সম্পাদক জোনায়েত আকন্দ (দৈনিক আমাদের কণ্ঠ), কোষাধক্ষ্য মো. রাসেদ আহম্মেদ (মুভি বাংলা), দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন (দৈনিক মাতৃছায়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম সেলিম (নিউজ পেইজ২৪), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিশকাত রাসেল (কলামিস্ট), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক শেখ সুমন (দৈনিক তৃতীয়মাত্রা/বাংলা টিভি), সম্মানিত সদস্য-১। ফজলে মমিন (দৈনিক প্রাইম), ২। কবির হুসাইন (গণবার্তা) ৩। গোলাম সারোয়ার (দৈনিক দেশ প্রতিদিন)।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব