ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার ধুমঘাট ব্রীজ এলাকায় মঙ্গলবার বিকালে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১০জন আহত হয়েছে।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: মাহবুব জানান, চট্রগ্রামমুখী জোনাকী পরিবহনের একটি বাসের সাথে বালু ভর্তি একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
আহতদের ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিডিপ্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান