দিনাজপুর জেলার বোচাগঞ্জে এসএসসি’র পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিতে এসে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থী মো. ওমর ফারুককে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জ-এর কেন্দ্র সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র ফিজিক্স পরীক্ষা দিতে এসে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থী মো. ওমর ফারুককে আটক করা হয়েছে।
আটক ওমর ফারুক আনোয়ারা ধদইর গ্রামের আব্দুর রশিদের পুত্র এবং সে বোচাগঞ্জের দৌলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানায়, পরীক্ষার পূর্বেই পরীক্ষার্থী ওমর ফারুকের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাকে আটক করা হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিডিপ্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান