জামালপুরের মাদারগঞ্জে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ দুই ধর্ষককে আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা ২০ বছর বয়সী ওই গৃহবধূকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ব্র্যাক অফিস এলাকার রাস্তা থেকে সম্রাট ও তার এক সহযোগী জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর ওই দিন রাতভর ওই গৃহবধূকে জোনাইল বাজারে নিজ বাসায় নিয়ে সম্রাট ও তার ৬ সহযোগী রাতভর ধর্ষণ করে। মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয় ধর্ষকরা।
পরে ধর্ষিতা ও তার স্বামী এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ সম্রাট ও লিখন নামে দুই ধর্ষককে আটক করে।
মঙ্গলবার রাত পৌনে নয়টায় মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব