বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের ইবিরোডে এবং বেলকুচি উপজেলা বিএনপির উদ্যোগে তামাই সানরাইজ স্কুল মাঠে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বেলকুচিতে খালেদা জিয়া মুক্তি পরিষদের আহ্বায়ক গোলাম আযমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, মজনু খান, মনোয়ার চৌধুরী বাবু, আব্দুস সামাদ সরকার।
অন্যদিকে, ইবি রোডে জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম খান ও সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব