কক্সবাজার থেকে ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা। আটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভার উত্তর কুতুবদিয়া পাড়ার শফিক উল্লাহের স্ত্রী মোছাম্মৎ রেহানা (২৫) ও রহিম সওদাগরের ছেলে জাহেদ উল্লাহ (৩০)।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কলাতলীর আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে থানায় পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর