কক্সবাজারের নাফের সাবরাং এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আবুল হাশেম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে টেকনাফ মডেল থানার এসআই নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদে ভিত্তিতে সাবরাং ইউনিয়নের বেঙ্গাপাড়া এলাকার আবুল হাশেমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে।
আটক আবুল হাশেম সাবরাং ইউনিয়নের বেঙ্গাপাড়া এলাকার বাঁচা মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, ইয়াবাসহ আটক আবুল হাশেমের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম