হবিগঞ্জ জেলা শহরে ইমাগাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম জালাল মিয়া, বয়স ৬০ বছর। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের শায়েস্তানগর ঈদগার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্থানীয় সূত্র জানায়, জালাল মিয়া রাস্তা পার হয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে একটি ইমাগাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ।
নিহত জালাল মিয়া সদর উপজেলার এড়ালিয়া গ্রামের বাসিন্দা।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ